সেখ সামসুদ্দিন, ২৫ জুনঃ মেমারি শহরের তিন নম্বর ওয়ার্ডের কবরস্থানে নবনির্মিত শেডের উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস-চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে সুলতানপুর স্পোটিং ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ ও কবরস্থানে কবরস্থর কাজে সহায়কদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলী মোহাম্মদ ওয়ালি উল্লাহ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, জেলা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী এবং পরে এসে উপস্থিত হন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৮০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।