খায়রুল আনাম ,
বীরভূম : ময়ূরেশ্বরের উলকুণ্ডা গ্রামের জয়ন্ত রায়ের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত্য হলো স্থানীয় তিন মিস্ত্রী সমীর কোনাই (৩২), মধুসূদন কোনাই (৩৫) এবং আশিস বাগ্দীর (২২)। সেপটিক ট্যাঙ্কে বিদ্যুতের তার দিয়ে জ্বেলে কাজ করার সময়ই এরা কোনওভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গ্রামের মানুষই প্রথম মৃতদেহগুলি উদ্ধার করেন। পরপর পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত সমীরের বাড়িতে রয়েছেন স্ত্রী নিবেদিতা ও দুই নাবালক সন্তান। মধুসূদনের বাড়িতে রয়েছেন স্ত্রী মামনি কোনাই ও দুই নাবালক ছেলেমেয়ে। আর মৃত আশিসের মাস তিনেক আগে বিয়ে হয়েছিল কোয়েল বাগ্দীর সঙ্গে।