যাত্রাশিল্পকে জাগিয়ে তোলার চেষ্টা পাঁচমুড়ার চেতনা যাত্রা সমাজের।
সাধন মন্ডল বাঁকুড়া:-ডঃ তাপস কুমার, রচিত ও -সুব্রত চক্রবর্তী নির্দেশিত জয়দেব চক্রবর্তীর উপদেষ্টায় কালীপুজো উপলক্ষে শুক্রবার পাঁচমুড়া এ ওয়ান ক্লাবের পার্শ্বস্থ ময়দানে পাঁচমুড়া আমরা সবাই এ ওয়ান ক্লাবের ব্যবস্থাপনায়, পাঁচমুড়া চেতনা যাত্রা সমাজের বলিষ্ঠ নিবেদন, “এ কেমন সভ্য সমাজ”যাত্রাপালা মঞ্চস্থ হলো। যাত্রাপালা দেখতে কয়েক হাজার যাত্রামোদী দর্শক হাজির হয়েছিলেন। বিভিন্ন চরিত্রে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন সুব্রত চক্রবর্তী (বিবেক ও শক্তিমান উভয় চরিত্রে) অরূপ দে(ভুজঙ্গ নাগ) গণেশ নন্দী(শের খান) উত্তম দে(সত্যবান চরিত্রে) অসীম সিংহ মহাপাত্র(বিপ্লব মুখার্জী সাংবাদিক) প্রমুখ। পাঁচমুড়া চেতনা যাত্রা সমাজ একটি নামকরা যাত্রা অপেরা যারা সারা বছর যাত্রা নিয়ে কাজ করে। বিশেষ করে কল্পতরু যাত্রা উৎসবের মতো উৎসব তারা সংঘটিত করার চেষ্টা করে। বার্তা দিতে চায় সমাজকে । বর্তমান সমাজ একটা অবক্ষয়ের দিকে যাচ্ছে অপসংস্কৃতি গোটা সমাজকে গ্রাস করেছে। তাই পিছিয়ে পড়া যাত্রা সংস্কৃতির মরা গাঙে জোয়ার আনার প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে চেতনা যাত্রা সমাজ। এলাকার বিশিষ্ট যাত্রা মোদী ও শিক্ষক বিশ্বনাথ কুম্ভকার বলেন গ্রাম বাংলা থেকে যাত্রাশিল্পটি হারিয়ে যেতে বসেছে আমরা ছোটবেলায় শীতকালে কলকাতার বিভিন্ন অপেরা এবং এলাকার বিভিন্ন গ্রামের অনামী যাত্রাগুলো দেখতে ভিড় করতাম এখন আর সেই ভাবে যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি ।কোথাও কোথাও হয়ে থাকে। এই যাত্রাশিল্পটিকে ধরে রাখার চেষ্টা করছে পাঁচমুড়া চেতনা যাত্রা সমাজ।
