মেঘামিতা কালচারাল ইনস্টিটিউট আয়োজিত বাৎসরিক উৎসব ও প্রতিস্ঠানের রজত জয়ন্তী উৎসব পালিত হলো রবীন্দ্রসদন অভিটেরিয়ামে। এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন মেঘামিতা মিত্র। উৎসবের শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সুস্মিতা মিশ্র (সংগীত নাটক একাডেমী পুরস্কারে সন্মানিত)। এছাড়াও ছিলেন মিনাক্ষী মিশ্রা(ইন্ডিয়ান কাউন্সিল ফর, কালচারাল রিলেশন বিভাগ)বিশিষ্ট চিত্রকর শ্রী দেবাশীষ বসু মল্লিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ অনুষ্ঠান মঞ্চে একক কথ্যক নৃত্য পরিবেশন করেন মেঘমিতা ও,মনোময় ভট্টাচার্য র সংগীত পরিবেশন করেন ৷ ইনিস্টিটিউটর সদস্যদের দ্বারা নৃত্যনাট্য মহিষাসুরমর্দিনী উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।
ছবি সুবল সাহা ৷