রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Spread the love

রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


সাধন মন্ডল বাঁকুড়া:—বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আজ বিদ্যাভবনের সামনে একটি আবক্ষ মূর্তি আবরণ উন্মোচন হলো। আবরণ উন্মোচন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডঃ শ্যামল সাঁতরা সচিব জগবন্ধু ব্যানার্জি পাঁচমুড়া কলেজের অধ্যক্ষ অনল বিশ্বাস, বাঁকুড়া সারদামণি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অনুরূপা মুখোপাধ্যায়, সহকারী বিদ্যালয়ের পরিদর্শক অনিমেষ সৎপথি বিশিষ্ট শিক্ষক গৌতম দাস প্রাথম িক প্রাথমিক শিক্ষা তিনজন কনভেনার গৌতম গড়াই, কার্তিক চন্দ্র দে, স্বাতী ব্যানার্জি, জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্র-ছাত্রী বৃন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও কর্মকাণ্ড নিয়ে বিশদে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। আবরণ উন্মোচন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁকুড়া শহরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক রাধামাধব মুখার্জি। উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদ সভাপতি ডঃ শ্যামল সাঁতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *