রাইপুর চক্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় খুদে পড়ুয়ারা

Spread the love

রাইপুর চক্রের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় খুদে পড়ুয়ারা

সাধন মন্ডল বাঁকুড়া:—-প্রাথমিক বিদ্যালয় ,নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চক্র পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো পেঁচাকলা ফুটবল মাঠে। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত সাথে ছিলেন রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু, সহ-সভাপতি সঞ্জয় মন্ডল, জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ ,কালিপদ সরেন ,শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা, রায়পুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পিউস কান্তি চক্রবর্তী, ও রাজ্য কো-অর্ডিনেটর কার্তিক চন্দ্র দে জেলা কো অর্ডিনেটর স্বাতি ব্যানার্জি, ধানাড়া, রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গন শিক্ষা কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট মানুষজন জাতীয় পতাকা ও চক্র পতাকা উত্তোলনের পর মশাল দৌড় অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের বিভিন্ন বিভাগে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী প্রতিযোগীরা আগামী ৩১ এ জানুয়ারি সারেঙ্গার কুসুম ঠিকরি ফুটবল মাঠে মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে সমস্ত প্রতিযোগী অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সহ বিচারকদের জন্য ঢালাও খিচুড়ি মাংসের ব্যবস্থা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক রাধামাধব মুখার্জি। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে শিক্ষক ষষ্ঠী চরণ হালদার ও শিব শংকর মন্ডল বলেন আমরা এই বছরে প্রথম ধানাড়া অঞ্চলের পক্ষ থেকে চক্র পর্যায়ে খেলা পরিচালনার দায়িত্ব নিয়েছি। ধানাড়া অঞ্চলের ও চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সার্বিক সহযোগিতায় কাজটি সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *