সাধন মন্ডল,
বাঁকুড়া:- কোভিড যোদ্ধা রাইপুর বিধানসভার বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন তার কারণেই পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয় বারের জন্য বিধায়ক ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, সুস্থ হওয়ার পর শুক্রবার বিধানসভা ভবনে বিধায়ক হিসেবে শপথ নিয়েই এলাকার করোনা আক্রান্ত পরিবারদের পাশে গিয়েই মনের জোর বাড়ালেন, সাহস জোগালেন ও ত্রাণ সামগ্রী হাতে তুলে দিলেন। উল্লেখ্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির রাইপুর ব্লক শাখার উদ্যোগে আজ থেকে শুরু হল করোনা আক্রান্ত পরিবারদের পাশে দাঁড়ানোর কর্মসূচি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুরমু এবং তিনি প্রতিটি করোণা আক্রান্ত পরিবারের পাশে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনলেন এবং আশ্বাস দিলেন। বললেন ভয় পাবেন না করোনা বিধি মেনে চলুন সকাল-সন্ধে গরম জলের ভাপ নিন ও নিয়মিত ওষুধ খান অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। তিনি আবারও বললেন আমিও করোনা আক্রান্ত হয়ে ছিলাম কিন্তু আপনাদের সকলের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, সকলের ভালোবাসায় সুস্থ হয়ে উঠেছি। আপনারাও সুস্থ হয়ে উঠবেন জেনে রাখুন পাশে আছে মা-মাটি-মানুষের সরকার ও সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের এই কর্মসূচিতে সাথে ছিলেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির রাইপুর ব্লক শাখার সভাপতি মধুসূদন মন্ডল, সম্পাদক অপূর্ব রবি মন্ডল, শিক্ষক নেতা গৌতম মন্ডল, প্রবীর মুখার্জি, রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগবন্ধু মাহাত, শিক্ষক ধর্মদাস সৎপতি সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সমাজসেবী গণেশ মাহাত প্রমূখ।