রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলন

Spread the love

রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলন

। সাধন মন্ডল বাঁকুড়া:—-আজ সোমবার ২৮ শে অক্টোবর রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো রাইপুর ডিআরএমএস ল্যাম্পস লিমিটেড এর কোল্ড স্টোরেজ এর শেডে। আজকের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতি মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, সরকারি সভাধিপতি পরিতোষ সরেন, রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল নেত্রী মৌ সেনগুপ্ত, তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়। সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মিশ্র, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু, প্রাক্তন সভাপতি সুলেখা মাহাতো রাইপুর ব্লক এলাকার দশটি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ বুথ সভাপতি ও দলীয় কর্মীবৃন্দ এছাড়া খাতড়া, রানী বাঁধ ,ইন্দপুর, বাঁকুড়া এক নম্বর দু নম্বর এর সভাপতিগণ সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্ব ।উপস্থিত অতিথিদের বরনের পর বুথ এলাকার সভাপতিগণকে বরণ করা হয়। বিজয়া সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা সকলেই উপস্থিত তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের বুঝিয়ে দেন দলে থাকলে কোন রকম অভব্য আচরণ বরদাস্ত করা হবে না। দলের নির্দেশ মত কাজ করে যেতে হবে। এখানে পদটা বড় কথা নয়। কাজ করাটাই বড় কথা। সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে পারলে তবে সম্মান পাওয়া যাবে। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন আমাদের মধ্যে কোনরকম মনোমালিন্য থাকলে তা শুধরে নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে দলের কাজ করতে হবে আগামী ২৬ শের নির্বাচনে আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সভাপতি অনুসূয়া রায় বলেন পদ পেতে গেলেও নিজেকে সঠিক কর্মী হতে হবে। মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকেন তাহলে আপনি আপনিই পদ তিনি পেয়ে যাবেন। তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী ১৩ ই নভেম্বর তালডাংরা বিধানসভার উপনির্বাচন রয়েছে আপনাদের কোন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন যদি ওই এলাকায় থেকে থাকেন তাহলে তাদের বলুন ভোটটা যেন তারা জোড়া ফুলেই দেন। আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুকে বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান জানান তিনি।। এখানে উল্লেখ্য বক্তাদের মধ্যে অনেকেই রাইপুর ব্লকের প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা অনিল মাহাতর নাম স্মরণ করেন এবং তাকে শ্রদ্ধা জানান। আজকের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো। সার্বিক সহযোগিতা করেছেন গণেশ মাহাত, মান সিং মাহাত, জয়দেব দুলে, দেবাশীষ মাহাত, শংকর হাজারী সৌমেন শুরাল, সুস্মিতা টুডু সহ দলীয় কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রাইপুর বিধানসভা বিধায়ক তথা প্রাক্তন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *