রাইপুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কুমারী পুজো
। সাধন মন্ডল বাঁকুড়া:———বাঁকুড়ার রাইপুর ব্লক শহরে চ্যাটার্জি পরিবারের শতবর্ষ প্রাচীন জগদ্ধাত্রী পুজো, ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে। আজ মহানবমী তিথিতে চলছে মাতৃ পূজা তার সাথে চলছে কুমারী পুজো ।আজ সন্ধ্যায় কুমারী পুজো শুরু হয়। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কুমারী পুজো শেষ হলো ।কুমারী পুজো দেখার জন্য শতবর্ষ প্রাচীন রাইপুর থানা গোড়া সংলগ্ন জগদ্ধাত্রী মন্দিরে ভক্তরা ভিড করেন। প্রথা মেনে এই কুমারী পুজো হয় বলে পুরোহিত বাপুজী চ্যাটার্জী জানান। পুজো উপলক্ষে আজ উপস্থিত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল ৫ শতাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন বলে জানা যায়।