শুভদীপ ঋজু মন্ডল,
বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই ১৩ পার্বণের শ্রেষ্ঠ কার্বন বা উৎসব হলো দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর খুঁটিপুজো শুরু হয় রথযাত্রার দিন। সেই রকমই আজ রথযাত্রার পুণ্য লগ্নে রাইপুর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি উদ্যোগে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ রায়পুর হাই স্কুল মাঠে। এদিনের এই খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজো অনুষ্ঠান। এদিনের খুঁটি পুজোয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষাল থেকে শুরু করে কোষাধক্ষ ্য তপন দাস সহ কমিটির সমস্ত সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন ।সভাপতি বিশ্বজিৎ ঘোষাল বলেন গতবৎসর আমরা বিশ্ব বাংলার সেরা সম্মান অর্জন করেছিলাম শ্রেষ্ঠ প্রতিমা নির্বাচিত হয়েছিল আমাদের মন্ডপে ।প্রতিমা ও মন্ডপসজ্জায় জেলার শ্রেষ্ঠ আসন দখল করব এটা আমাদের দৃঢ় বিশ্বাস ।আমাদের সেই ধরনের থিম এবারে রয়েছে। যা দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে থাকবে। এবারের পূজো ২৬ বছরে পদার্পণ করল। প্রসাধক্ষ্য তপন দাস বলেন এবার আমরা আমাদের মন্ডপ ও প্রতিমা তৃতীয়ার দিন সম্পূর্ণভাবে সাজিয়ে তুলবো। পাঁচদিন ধরে চলবে আমাদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবেন এবং স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণ করবেন।