রাইসজিং ভারত গৌরব সম্মান অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পেলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
সৌরভ দত্ত, কলকাতা:সম্প্রতি VDIS GROUP এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “রাইসজিং গৌরব সম্মান ২০২৫”অনুষ্ঠিত হলো কলামন্দির প্রেক্ষাগৃহে।
জাতি -ধর্ম নির্বিশেষে এক অনন্য নজির সৃষ্টি করল এই অনুষ্ঠান।
বৌদ্ধ ধর্মের অরুনজ্যোতি ভিক্ষুক, জৈন ধর্মের মুনিশ্রী মণি, ইসলাম ধর্মের মওলানা আরিফ জামি, খ্রিস্টীয় ধর্মের ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও, হিন্দু ধর্মের সর্ব সুখানন্দ মহারাজ, শিখ ধর্মের সরদার গুর্বৈল সিং, ইস্কন এর রাধাবল্লভ প্রভু প্রদীপ প্রজ্জল করেন।
বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ৮৫ জন
ব্যক্তিকে তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজেদের অবদানের জন্য গৌরব সম্মানে সম্মানিত করা হল।
সংস্থার কর্ণধার ঈস্পিতা ঘোষ জানালেন, একই মঞ্চে একধারে যেমন প্রতিভাবান ব্যক্তিদের সম্মানিত করা হয়েছে, পাশাপাশি সর্বধর্ম সম্বন্ধয় এবং মানবতাই শ্রেষ্ঠ ধর্ম তার বার্তা দেওয়া হয়েছে। যেখানে বর্তমান পরিস্থিতিতে বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে সৌভ্রাতৃত্ব বোধ ও একতার অভাব দেখা যাচ্ছে, তারই মেলবন্ধনের জন্য এই আয়োজন। মানুষে মানুষে ধর্ম নিরপেক্ষভাবে মৈত্রী গড়ে তোলার জন্য এই প্রয়াস। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সারা জীবন চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য “জীবনকৃতি সম্মান”(লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) প্রদান করা হয়।
এছাড়া ও উপস্থিত ছিলেন অভিনেতা সুদীপ মুখার্জী, হানি বাফনা, অনিন্দ্য ব্যানার্জী, রাজা গোস্বামী, অভ্রজিৎ চক্রবর্তী, অভিনেত্রী মধুবনী গোস্বামী, প্রমুখ।
সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে “রাইসজিং ভারত গৌরব সম্মান” অনুষ্ঠানটি মনোজ্ঞ হয়ে উঠে।