রাখি বন্ধন আর পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে

Spread the love

রাখি বন্ধন আর পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে

পারিজাত মোল্লা,

পুজো আর বেশি দিন বাকি নেই, ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর কেনাকাটা। এরই মধ্যে শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছে একটিই নাম “পলাশ শাড়ি কুঞ্জ” । মূলত দমদমে প্রতিষ্ঠানটি ৮ বছরেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে । রাখি বন্ধনকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট শাখা উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও
প্রতিষ্ঠানের কর্ণধার রিয়া ঘোষ । রিয়া জানালেন “নারী মনের শাড়ি কুঞ্জ মানেই পলাশ শাড়ি কুঞ্জ”।
ফুলিয়া তাঁত, ধনেখালি তাঁত, জামদানি , কাঞ্জিভরম,বিয়ের বেনারসি, কটন শাড়ি ,
স্বর্ণ কাতান , বালুচরী , এবং পিওর সিল্ক সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ি সম্ভার নিয়ে পুজোর কেনাকাটা গড়িয়া হাটের অন্যতম সংযোজন পলাশ শাড়ি কুঞ্জ।
এখানে ১৯৫ টাকা থেকে শুরুকরে লক্ষাধিক টাকার শাড়ি । থাকছে পুজোয় বিশেষ ছারের সুবিধা।

এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এবং প্রেরণা,অনন্যা সুকান্ত সহ বেশ কয়েকজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *