রাত জাগা
সুপর্ণা বিশ্বাস (বজবজ, দক্ষিণ চব্বিশ পরগণা)
ঘুমানোর অভ্যাস আমার অনেক আগেই নেই;
আমার অপেক্ষায় যে বসে থাকে সব রাত জাগা তারা।
যদিও তোমারও রাত জাগা অভ্যাস তবে অন্য কারোর তাগিদে!
আমি অনেক আগেই ঘুমের জগৎ থেকে জাগ্রত সমাজের বুকে পা রেখেছি;
তবে কেমন করে বলো আমি ঘুমাবো?
যদি স্বপ্ন ভাঙ্গে পাহাড়ি মুন্সিয়ানা!
গভীর রাত্রে যদি হত্যা হই;
যদি হঠাৎ করেই কোনো দুর্ঘটনায় আহত হই!
কে আছে আমার যে বাঁচাবে!
বলো কে আছে!?
সবাই তো যে যার মতোন স্বপ্ন দেখতে ব্যস্ত!
আমিও তাই সব ছেড়ে আকাশ দেখি
দেখি নিভৃতে নীরবে তারাদের কোলাহল।
যদিও সব ছেড়ে জেগে যাওয়া
এ এক নিদারুণ বাহানা!
তবে আজন্ম সুখের গ্লুকোজের যে বড়ই অভাব এই সমাজে তাইনা!
আসলে শুন্য নিরাকার,
তবে শূন্যেই শান্তি।
কেমন করে দিগ্বিজয়ের স্বপ্ন দেখবো বলো?
যার দিন আনা দিন খাওয়ায় নিত্য স্বপ্ন বাঁচে!!