খায়রুল আনাম,
বীরভূম : স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সরকারি হাসপাতালে ভর্তি সমস্ত রোগীকে শীতের সময় কম্বল দেওয়ার নির্দেশ দেওয়ার পরও রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার ফলে, রোগীরা এই শীতে জবুথবু হয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আবার অনেক জানালার কাচ ভাঙা থাকায় হাওয়া ঢুকছে হু হু করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, অর্থ বরাদ্দ না থাকায় কম্বল কেনা যাচ্ছে না। যা নিয়ে ক্ষোভ জানাতে গিয়েও ভর্তি রোগীদের কথা ভেবে আত্মীয়-পরিজনরা কোনও প্রতিবাদও করতে পারছেন না। আর এনিয়ে ক্ষোভ জমছে সবার মনে।