লরি কে ওভারটেক করতে গিয়ে পরপর চারটি মোটরসাইকেল দুর্ঘটনায়, আহত ৬

Spread the love

আমিরুল ইসলাম,

; মঙ্গলবার সকালের দিকে মঙ্গলকোটের  মুসোরি গ্রামের কাছে একই সাথে চারটি বাইক দুর্ঘটনায় আহত ৬, ঘটনাস্থলে মঙ্গলকোট থানার পুলিশ।এদিন কাটোয়া বর্ধমান সড়কপথে নিগন সংলগ্ন এক লরি কে ওভারটেক করতে গিয়ে একটি বাইক ধাক্কা দিল বিপরীত দিক থেকে আসা পরপর তিনটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় জখম মোট ৬ জন। মঙ্গলবার সকালে  দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রাজ্যসড়ক পথে ভাতার মঙ্গলকোট সীমান্তে। মঙ্গলকোটের মুসোরি  গ্রামের কাছে। দ্রুত ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ। পাশাপাশি  খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশও।আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে ভাতার থানার পুলিশ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বুঝে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয় চিকিৎসকরা। জানা গিয়েছে, মঙ্গলকোটের ভাটপাড়া গ্রামের বাসিন্দা তিন যুবক জাহির মোল্লা, সাহেব শেখ এবং সাহাবুল মোল্লা মিলে একটি বাইকে চড়ে নিগনের দিক থেকে বলগোনার দিকে যাচ্ছিলেন। সেসময় বর্ধমান মুখে যাচ্ছিল একটি লরি।মঙ্গলকোটের  মুসোরি গ্রামের কাছে ওই লরিটিকে ওভারটেক করতে যান বাইকচালক। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসছিল আগেপিছু তিনটি বাইক। সাহাদুল মোল্লাদের বাইক পরপর ওই তিন বাইকে ধাক্কা দিলে চারটি বাইক ও আরোহীরা ছিটকে পড়েন রাস্তায়। ওই বাইক তিনটির মধ্যে একটিতে ছিলেন মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের বাপি শেখ। অন্য একটি বাইকে আউশগ্রামের ভেদিয়া গ্রামের বাসিন্দা প্রতাপ ঘোষ তার স্ত্রী মালা ঘোষকে নিয়ে কাটোয়া যাচ্ছিলেন। তারাও গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় লরিটি পালিয়ে যায়। মঙ্গলকোট থানার পুলিশ তিনটি বাইক আটক করেছে। আহতদের মধ্যে জাহির মোল্লা, সাহাবুল মোল্লা এবং মালা ঘোষকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *