গতকাল সকালে লেডি ডাফরিন হাসপাতালের বিপরীতে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে ভারত ন্যায় যাত্রার সফলতার উদ্দ্যেশে একটি যজ্ঞের আয়োজন করা হয়, রাজ্য আই এন টি ইউ সি র সভাপতি কামরুজ্জামান কামার সাহেবের নির্দেশে উদ্যোক্তা রাজ্য আই এন টি ইউ সি সেবাদল
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
শ্রী প্রমোদ পান্ডে
সভাপতি
রাজ্য আই এন টি ইউ সি সেবাদল
জনাব ইমরান খান
সহ সভাপতি
রাজ্য যুব কংগ্রেস
শ্রী ভিম সেন বারিক
সভাপতি
৪৮নম্বর ব্লক কংগ্রেস
শ্রী শংকর নাথ হাজরা
সহ সভাপতি
আই এন টি ইউ সি সেবাদল
সৌম্যায়া সুদেষ্ণা সরকার
শ্রী সমিত দাস
শ্রীমতি প্রিয়মা দাস
শ্রী নারায়ণ বিতর
শ্রী সত্য নারায়ণ বিশ্বাস
শীলা দি
শ্রী স্বপন নন্দী
শ্রী গোড়া দা
সোমা কর্মকার
শ্রী বীরেন্দ্র কুমার পাসি
শ্রী ইন্দ্র কুমার দে
শ্রী রোহিত সিং
শ্রী জয়দেব চক্রবর্তি
শ্রী গজেন্দ্র চতুর্বেদি
শ্রী পার্থ দে
শ্রী
এছাড়াও আরো অনেক নেতা ও নেতৃবৃন্দের সাহচর্যে এই কর্মসুচির সার্থক রূপায়ণ সম্ভব হলো