লোকসভা প্রার্থীকে নিয়ে যুব তৃণমূলের কর্মী সম্মেলন

Spread the love

লোকসভা প্রার্থীকে নিয়ে যুব তৃণমূলের কর্মী সম্মেলন

সেখ সামসুদ্দিন, ১৭ মার্চঃ মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে কর্মী সম্মেলন করা হয়। মেমারি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে ঝাপানতলা‌য় এই কর্মী সম্মেলনে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, আইএনটিটিইউসি জেলা সভাপতি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই কর্মী সম্মেলন থেকে সকল নেতৃত্ব বার্তা দেন জয় নিশ্চিত করতে যেভাবে কাজ করার দরকার করতে হবে। পরাজয় এর কোন মূল্য নেই। যে ছেলে পড়াশোনা করে পরীক্ষায় ফেল করল আর একটি ছেলে খেলাধুলা করে পরীক্ষায় পাশ করল মূল্যায়নে যে পাশ করলো তাকেই ভালো ছেলে বলা হয়। এই উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন জয় নিশ্চিত করতে হবে আগের নির্বাচনের ফলাফল থেকে এগিয়ে কত ভালো ফল দিতে পারবেন সেই ব্যাপারে উদ্যোগী হন। প্রার্থী নিজে জানান তিনি রাজনীতিতে নতুন। সুতরাং রাজনৈতিক বক্তব্য বিশেষ দিতে পারবেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছেন, দিদির সৈনিকরা পাশে থাকলে জয় নিশ্চিত হবে এবং তিনি চান সাধারণ মানুষের কথা দিল্লিতে পৌঁছাতে সর্বতোভাবে প্রয়াসী থাকবেন সাংসদ হিসেবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *