লোকো সংগীত ও কবিগানের মাধ্যমে আইনী সচেতনতা শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
নারী নির্যাতন, পথে-ঘাটে অশ্লীল আচরণ, কর্ম ক্ষেত্রে মহিলাদের আইনি ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় নলহাটি এক নম্বর ব্লকের কলিঠা শেরগ্রাম কুশিপুর গ্রামে। পাশাপাশি নারী পাচার, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সাবধানতা অবলম্বন ও সুরক্ষা বিষয়ক দিকগুলো তুলে ধরেন লোকো সঙ্গীত, কবিগান এবং বক্তব্যের মাধ্যমে। উল্লেখ্য আলোচনা শিবির থেকেই কিছু মহিলা তাদের সমস্যার কথা তুলে ধরেন। যার ফলে কিছু কিছু সমস্যা তৎক্ষণাৎ সেখানেই সমাধান করা হয় বলে আয়োজকরা জানান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ নিরুপমা দাস ভৌমিক, অধিকার মিত্র মোহাম্মদ রফিক, মিলন দাস সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
