লোচনদাস সেতুর সংস্কার নিয়ে উঠছে বিস্তর প্রশ্নচিহ্ন

Spread the love

আমিরুল ইসলাম,


ফের কি বন্ধ হতে চলেছে মঙ্গলকোটের লোচন দাস সেতু ?চিন্তিত দুই জেলা।

ফের কি বন্ধ হয়ে যেতে পারে লোচন দাস সেতু নিয়ে চিন্তিত দুই জেলা মানুষের মধ্যে। পূর্ব বর্ধমান ও বীরভূম।
উল্লেখ্য গত জানুয়ারি মাসে লোচনদাস সেতুতে কিছু ত্রুটি ধরা পড়ে। পূর্ত দপ্তর সিদ্ধান্ত নেয় লোচন দাস সেতু সংস্কার করা হবে ।সেই মত ২০শে জানুয়ারি থেকে বন্ধ হয়ে যায় সম্পূর্ণভাবে যানচলাচল লোচন দাস সেতুর উপর দিয়ে। টানা একমাস বন্ধ থাকে। 22 শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় যান চলাচল। কিন্তু কয়েক দিনের মধ্যেই করোনাভাইরাস এর জন্য লকডাউন করে সরকার। এর ফলে প্রায় দু মাস সামান্য পরিমাণের যান চলাচল করে ব্রিজের উপর দিয়ে। বিগত এক মাস ধরে আবার সম্পূর্ণভাবে যান চলাচল করছে লোচন দাস সেতুর উপর দিয়ে ।কিন্তু বেশ কয়েক জায়গায় আবার ত্রুটি ধরা পরে ।পুনরায় সংস্কারের কাজে হাত লাগাল পূর্ত দপ্তর। কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন টানা একমাস সেতু বন্ধ করে যে কাজ করলো তা অল্প দিনের মধ্যেই গাড়ি না চলে কিভাবে নষ্ট হল ?তাহলে কি আবার লোচনদাস সেতুবন্ধ করে সংস্কার কাজে হাত লাগাবে পূর্ত দপ্তর। এ নিয়ে নানান প্রশ্ন মানুষের মনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *