শব্দবাজি সহ এক ব্যক্তি আটক, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-সরকারি বিধিনিষেধ অনুযায়ী শব্দবাজি বিক্রি বন্ধ রয়েছে। এতদসত্ত্বেও বহু দোকানী অধিক মুনাফা লাভের আশায় আইনের চোখে ফাঁকি দিয়ে গোপনে বিক্রি চালিয়ে যাচ্ছে।সেইরূপ ঘটনার নিরিখে রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের নির্দেশে রবিবার রাজনগর বাজারের বিভিন্ন দোকানে রাজনগর থানার এসআই অরিন্দম দেবনাথ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। সেক্ষেত্রে একটি দোকানে হানা দিতেই দেখেন আতশবাজি সহ শব্দবাজি বিক্রির চিত্র ধরা পড়ে।রাজনগর থানার পুলিশ উক্ত দোকান থেকে বেশ কিছু শব্দবাজি ও আতশবাজি বাজেয়াপ্ত করে। পাশাপাশি ওই বাজি বিক্রেতাকেও আটক করে থানায় নিয়ে আসেন বলে জানা যায়।