শর্তসাপেক্ষে জামিন পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক 

Spread the love

শর্তসাপেক্ষে জামিন পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক 

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এর অধীনে থাকা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর বিরুদ্ধে ফৌজদারি মামলা।  এদিন শর্তসাপেক্ষে জামিন পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল হাইকোর্ট এর অধীনে থাকা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এতে স্বস্তি পেলেন নিশীথ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ। সুপ্রিম কোর্ট  কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে। তবে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামাণিককে। একইসঙ্গে এই মামলায় পুলিশকে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৮ সালে কোচবিহারের গীতালদহের হরিরহাটে গুলিবিদ্ধ হয়েছিলেন দু’জন। নিশীথের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ করে আহতদের পরিবার। সেইমতো স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়। নিশীথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার সাংসদ সম্প্রতি  কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন। এরপর মামলা যায় সুপ্রিম কোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *