কাজল মিত্র
:- আসানসোল পুরনিগমের ২৯ নং ওয়ার্ডের ধাদকা রোডে শহীদ মঙ্গল পান্ডে জয়ন্তীতে তৃনমুল কংগ্রেসের উদ্যোগে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ উপস্থিত অন্য নেতারা শহীদ মঙ্গল পান্ডের ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান৷ অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, রেলপার এলাকায় বিবাদ নয়। উন্নয়ন চাই। অনুষ্ঠানে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কাউন্সিলর দীপক সাহু, মহিলা সংগঠনের নেত্রী রেখা সিং, হকার ইউনিয়নের কল্যান দাসগুপ্ত, প্রদীপ সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। মেয়র বলেন, পুরনিগম গান্ধা পুলের নাম পরিবর্তন করে মঙ্গল পান্ড সেতু নামকরণ করেছে৷ আজ এলাকার বাসিন্দারা চাইছেন যে, এখানে বীর শহীদের এক মূর্তি বসানো হোক। মনে রাখতে হবে সাধারণ মানুষের কথাই শেষ কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়ে বলেছেন, সাধারণ মানুষের ইচ্ছে পূরণ করতে হবে। তিনি আরো বলেন, মঙ্গল পান্ডের মূর্তি বসানো হবে। যাতে ২০২১ সালে মঙ্গল পান্ডে জয়ন্তী তার মূর্তির সামনেই পালন করা হবে। তিনি আরো বলেন, কোলিয়ারি এলাকা থেকে শহরে এসে একটা অন্যরকম লাগছিলো। কিন্তু এই এলাকায় এসে মনে হয়, আমি নিজের বাড়িতে এসেছি।এই এলাকায় এলে মনে নিজের বাড়িতে ফিরে এসেছি। এখানকার মানুষ দের যে ভালোবাসা ও স্নেহ পাওয়া যায়, তার মধ্যে একটা আন্তরিকতা আছে। আপনাদের এই ভালোবাসা ও স্নেহ আগামী দিনে এই রকম থাকলে, আমরা মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে একটা টিম হিসাবে কাজ করতে থাকবো। তিনি আরো বলেন, রেলপার এলাকায় বিবাদ নয়, উন্নয়ন চাই৷ বিবাদের মধ্যে দিয়ে কখনো উন্নয়ন হতে পারে না। যারা বিবাদ চায়, তাদের থেকে দূরে থাকুন। বিবাদের মধ্যে থাকলে, অন্য কাজ করা যায় না।