শান বাঁধানো পথে
বিভাগ — গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১৫/১০/২০২৪
শরতের শিশির ঝরা বেলা
তুমি দাঁড়িয়ে আছো নীরবে নিশ্চুপে
অজস্র পাপড়ি ঝরিয়ে
শহরে শান বাঁধানো ফুটপাতে তন্দ্রাচ্ছন্ন হ’য়ে।
প্রতিবেশী বকুল ,অশত্থ ,বট,কৃষ্ণচূড়া
আরও অনেক নাম না জানা গাছ
তোমার মতো ফুল সম্ভবা হ’তে পারেনি
তারা ঈর্ষা প্রবণতায় ভুগছে কিনা তা জানিনা ,
তবে তোমার ফুলের গন্ধে চারদিক মঁ মঁ করছে বেশ।
সকলেই পথ হাঁটছে তোমার সুবাসে আপ্লূত হ’য়ে
অবাক চোখে পাপড়ি মাড়িয়ে ,
তোমার সুনামের গৌরচন্দ্রিকায় শুরু হচ্ছে ভোর
আলো ফুটছে , আবীর ওড়াচ্ছে রোদ্দুর —
তখন তাককুড়কুড় ঢাকের বাদ্যি বাজছে কোথাও
তুমি ধন্য ছাতিম , তুমি ধন্য ।
বুদ্ধগয়া ,
১৫/১০/২০২৪