খায়রুল আনাম
ট্যাক্স এডভোকেট এ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দুইদিন ব্যাপী ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শান্তিনিকেতনে। হাইকোর্টের বিচারপতি শ্রী হিরণ্ময় ভট্টাচার্য , মন্ত্রী শ্রী চন্দ্র নাথ সিনহা, বর্ষীয়ান আইনজীবি শ্রী অনিন্দ্য মিত্র, সেল্স ট্যাক্স কমিশনার শ্রী খালেদ আনোয়ার সহ সংস্থার সভাপতি বিশিষ্ট ইনকাম ট্যাক্সের আইনজীবি শ্রী সজ্জন কুমার তুলসিয়ান , বার কাউন্সিলের সদস্য ও সংস্থার কর্মসচিব শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দুই বিশিষ্ট আইনজীবি বীরভূমের শ্রী বাসুদেব কবিরাজ ও কলিকাতার শ্রীমতি রীতা মুখার্জীকে “ট্যাব সম্মান” পুরস্কারে ভূষিত করা হয়।১১ জন ট্যাব সদস্যদের সন্তানদের ২০২৩ সালে আইন পাশ করার জন্য সম্মান জানানো হয় প্রতিষ্ঠা দিবসে। বিশিষ্ট বক্তা ব্যাঙ্গালেরের এস ভেঙ্কটরামানি, আসামের রাগিনী গোয়েল , জয়পুরের অনুপ ভাটিয়া এবং কোলকাতার সজ্জন কুমার তুলসিয়ান উপস্থিত ৪৫০ আইনজীবিদের মন জয় করে নেন তাঁদের প্রান্জল ভাষণে।
বিশিস্ট বাউল শিল্পী গৌতম দাস, নিতাই দাস , মানস দাস সহ রবীন্দ্র সংগীত শিল্পী শিপ্রা বসু , অদিতি ভট্টাচার্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকলের মন জয় করে নেন। আহ্বায়ক দেবব্রত মুখার্জী সহ ট্যাবের বীরভূম সদস্যদের আন্তরিক প্রচেস্টায় এই সর্বাঙ্গীন সুন্দর সেমিনার বীরভূম সহ সারা পশ্চিমবঙ্গে সাড়া ফেলেছে।