শিক্ষক দিবসে বই প্রকাশের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রিয় ছাত্রের।
সাধন মন্ডল বাঁকুড়া:-আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস জাতীয় শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর শুভ জন্মদিন। এই দিনটি সারাদেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় । দিনটি শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানাবার দিন। সারাদেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ছাত্র সমাজ তাদের শিক্ষাগুরুদের শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্নভাবে সেই রকমই একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নন্দন চত্বরে চারুকলা কেন্দ্রের অবনীন্দ্র সভা গৃহে। রঘুনাথপুরের সংস্কৃতি সংস্থা ও বিশিষ্ট শিক্ষক শিক্ষাবিদ বিশ্বনাথ মুখোপাধ্যায়ের একনিষ্ঠ ছাত্র হৃষিকেশ মুদির উদ্যোগে শিক্ষা গুরুকে নিয়ে একটি তথ্য সমৃদ্ধ বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাস্টারমশাই প্রিয় ছাত্র হৃষিকেশ বাবু এলাকার মানুষের সহযোগিতায় দু বছর ধরে একটি গবেষণামূলক বই প্রকাশ করে তার প্রিয় শিক্ষক বিশ্বনাথ মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানালেন। এদিনের এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট থেকে আগত ওই এলাকার বিশিষ্ট মানুষজন। ছিলেন সংস্কৃতি সংস্থা সভাপতি রঞ্জিত কুমার হরি সম্পাদক সনৎ নাথ সহ বিশিষ্ট মানুষজন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে আশিস বাণী দেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে বই পড়ার প্রতি ঝোঁক বাড়াতে হবে। আজকাল ছেলেমেয়েরা মোবাইলে ব্যস্ত থাকছে তাদের বোঝাতে হবে বইয়ের মধ্যে ডুবে থাকো বই পড়ো। বাংলা ভাষার চর্চা বাড়াতে হবে।এখানে উল্লেখ্য রঘুনাথপুরের সংস্কৃতি সংস্থা দীর্ঘ ৫৭ বছর ধরে ওই অঞ্চলে সংস্কৃতির বিকাশ ঘটিয়ে চলেছে। যার মূল কান্ডারী হলেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ মুখোপাধ্যায়। যিনি নিজে না খেয়ে ছাত্র-ছাত্রীদের খাইয়েছেন অসহায় গরিব ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদের শিক্ষিত করে তুলেছেন।বই পড়ার প্রতি তাদের ঝোঁক বাড়িয়েছেন। তার হাতে অনেক খাদ্য আজ প্রতীক্ষিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে একজন হলেন হৃষি কেশ মুদী (আই এ এস) ।তাকে নিয়ে স্মৃতিচারণা করেন উপস্থিত বিশিষ্ট মানুষজন।