শিক্ষকের সংবর্ধনা
দীপঙ্কর চক্রবর্ত্তী বৃহত্তর পূর্বস্হলীর একটি পরিচিত নাম।১৯৯৫ সালে পূর্বস্হলী চক্রের কৃষ্ননাথ প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেন।২০০০ সালে বদলি হয়ে বাড়ির কাছে পারুলিয়া ১নং জিএসএফপি স্কুলে ২৩ বছর শিক্ষকতা করেন।মোট ২৭ বছর শিক্ষকতা করে বুধবার ৩১ শে জানুয়ারী অবসর গ্রহন করলেন।ছাত্রদের লেখাপড়ার সাথে সাথে খেলাধূলা,সংগীত,কবিতা,অংঙ্কন শিক্ষায় উৎসাহ দেন।সাংস্কৃতিক মন,জীবন গঠন,ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন।
স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা বাড়াতে এবং বেসরকারী স্কুলে যাওয়া ঠেকাতে ছাত্রছাত্রীদের স্কুলের প্রার্থনার সময় জন্মদিন পালন শুরু করেন।এতে শিক্ষর্থীরা আনন্দ পায়।গর্বিতও হয়।দীপঙ্কর বাবুও একজন কবি,লেখক,গায়ক ও তবলা বাদক।কিছুদিন আগেই মাইকেল মদুসুদন দত্ত স্মারক সম্মন পেলেন।কবিশেখর কালিদাস রায় সম্মান,পল্লীকবি কুমুদ রন্জন মল্লিক সম্মান,যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্মান সহ আরো বহু সম্মানে ভূষিত এই শিক্ষক দীপঙ্কর চক্রবর্ত্তী।এই দিন তার বিদায় কালে তার প্রিয় বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী,অভিভাবক,এলাকাবাসি,সহ শিক্ষক শিক্ষকা।পূর্বস্হলী উত্তরের বিধায়ক তপন চট্টপাধ্যায়,জাতীয় শিক্ষক সুব্রত দাস,ভোলা দেবনাথ ও পার্শবর্তী কুলকামিনী উচ্চবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা,পূর্বস্হল ২ নং ব্লকের সহ সভাপতি কালিশঙ্কর ব্যানার্জী,প্রাক্তন বিধায়ক প্রদীপ সাহা ও স্কুল পরিচালক কমিটির সভাপতি হিল্টন রায়,অবনী ভূষন বালা,সুদীপ বিশ্বাস,নির্মলেন্দু পাল সকলে হাজির ছিলেন।স্কুলের শিক্ষক শিক্ষিকা স্বাতী সরকার,রাহুল দাস,শুক্লা দাস,সন্চিতা গড়াই।সকলেই দীপঙ্কর চক্রবর্ত্তীর শিক্ষকতা জীবন,তার সাংস্কৃতিক জীবন,কবি জীবন নিয়ে বক্তব্য রাখেন।