শিব ভক্তরা জল ঢাললেন শিবের মাথায়
সেখ রাজু,
শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা বাংলা জুড়েই দেখা যায় । পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে মহেশ্বরের মাথায় জল ঢালতে এগিয়ে আসে আট থেকে আশি সকলে । মঙ্গলকোটের পালিশগ্রামের বাবা পালিশক্ষেত্রে জল ঢালার জন্য পালিশগ্রাম সহ অন্যান্য গ্রাম থেকেও পুণ্যার্থীরা আসেন । পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি তথা পালিশগ্রামের ভূমিপুত্র শ্যামাপ্রসন্ন লোহারের উদ্যোগে প্রায় চার-শতাধিক পুণ্যার্থী একত্রে কাটোয়া উদ্দেশ্যে রওনা হয় । কাটোয়ার গঙ্গা থেকে জল তুলে নিয়ে এনে বাবা পালিশক্ষেত্রে জল ঢালেন শ্যামা বাবু । শিবভক্ত ও পুর্ণার্থীদের কথা চিন্তা করে পালিশগ্রাম জনকল্যাণ সেবা সমিতির উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয় । ভক্তদের আহারাদির ব্যবস্থার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সহ বিশ্রাম যাতে পুণ্যার্থীরা পেতে পারে তার ব্যবস্থা করেন । শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসে শিমুলিয়া চটি তামিল পুকুরপাড়ের বাসিন্দাদের উদ্যোগে এবং নিগন চটি ব্যবসাদারদের সহযোগিতায় পূর্ণার্থীদের জন্য সহায়তা শিবিরের আয়োজন করা হয় । সেবামূলক মহতি কর্মকাণ্ড পরিদর্শন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার । প্রধান আয়োজক লাল্টু মাঝি জানান, পূর্ণার্থীদের জন্য ভোজনের পাশাপাশি চিকিৎসার সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয় । মঙ্গলকোটের ভেঙ্কটেশ রাইস মিল কৈচর প্রতিষ্ঠানের উদ্যোগে ৫৪ তম শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসে মহোৎসবের আয়োজন করা হয় । এদিন মিল চত্বরে কয়েক হাজার পূর্ণার্থীদের জন্য ভোজনের পাশাপাশি চিকিৎসার সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয় । মহাভোগের শুভক্ষণে উপস্থিত ছিলেন
ভেঙ্কটেশ রাইস মিল কৈচর কর্ণধার কোলারাম আগারওয়াল, ম্যানেজার সুরেশ শর্মা, কর্মচারী রাজু খিরোরবালা, চন্দ্রচূড় চৌধুরী, সায়ন চৌধুরী সহ অন্যান্যরা । মঙ্গলকোটের পাশাপাশি ভাতারেও বাবা বর্ধমানেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়া শিব ভক্তদের সেবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন । পূর্ব বর্ধমানের ভাতার বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান সহায়তা কেন্দ্র খুললেও একই ছাতার তলায় আমরা সকল ধর্মের সমন্বয়ে ছবি দেখতে পেলাম । ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার পাশে একদিকে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অশোক হাজরা অন্যদিকে মুসলিম সমাজের মানুষের উপস্থিতি এক সম্প্রীতির নিদর্শন ফুটিয়ে তোলে । পূর্ণার্থীদের জন্য ভোজনের পাশাপাশি চিকিৎসার সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয় । সেবায় লিপ্ত হলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এবং ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক হাজরা । সকল সম্প্রদায়ের মানুষ হাতে হাত রেখে পুণ্যার্থীদের সেবায় লিপ্ত হলেন ।