শুধু ” কবিতাকে ভালোবেসে “
বনি সিংহ : ইংরেজি নতুন বছরের প্রথম মাসেই ” কবিতাকে ভালোবেসে” এর তৃতীয় বর্ষের প্রথম প্রয়াসের কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হলো সোমবার ৮ই জানুয়ারি (২০২৪) কলকাতার জীবনানন্দ সভাগৃহে। কবিতাকে ভালোবেসের অধ্যক্ষা বিশিষ্ট বাচিক শিল্পী প্রণমি ব্যানার্জি এদিন বলেন আগামী প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার বিপুল ঐশ্বর্যের সাথে পরিচয় করিয়ে দেবার সুতীব্র বাসনা কারণ কবিতা কেবল পাঠ না আমাদের সকলের হৃদয়ে এবং মননে ধরে রাখতে হবে। কবিতার সুন্দর একটি স্বর্ণালী সন্ধ্যায় যাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তাঁরা হলেন সমাজকর্মী স্বপ্না মুখার্জি, সাহিত্যিক প্রসেনজিৎ দাসগুপ্ত এবং শিল্পী বনানী সেনগুপ্ত। অনুষ্ঠানে এদিন অপূর্ব আবৃত্তি উপস্থাপনা করলেন মেহুলী রায়, আকৃতি মাঝি, তন্ময় পাত্র, সৃজিতা, আদ্রিকা, রথীজিৎ, দেবদীপ, অভিনন্দন ও আদৃজা। এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি উপস্থাপনা করেন সুমনা গুহ, সংযুক্তা দাশগুপ্ত, দেবশ্রী বিশ্বাস, পল্লবী, সীমা, রমা, দেবস্মিতা, সুতপা এবং পুষ্পিতা। প্রায় পঞ্চাশের অধিক কবিতা শিক্ষার্থী এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক আসনে সভাগৃহ ছিল পরিপূর্ণ শুধুমাত্র কবিতা ভালোবেসে। অধ্যক্ষা প্রণমি ব্যানার্জি সব সময় চেষ্টা করেন ছাত্র-ছাত্রীরা সকলেই যেন আরো ভালোভাবে সফলতায় পৌঁছায়। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রণমি ব্যানার্জি।