শুধুই তোমাকে
কৃষ্ণা গুহ (কলকাতা)
তোমায় নিয়ে কত প্রিয় কবি লিখেছে কবিতা
শুধুই আমি পারিনি কলম ধরতে!!
প্রিয়জনদের অনুরোধে চোখের জলে একটু চেষ্টা করেছি, লিখতে।
তুমি যেখানেই থাক খুব ভালো থেকো।
আমার খুব কাছের প্রিয় বোন আমায় বলেছিল শেষ কথা গুলো বদলে দিতে,
শত চেষ্টায় পারিনি।
তোমাকে বলছি শুধুই তোমাকে
তুমি খুঁজে নিয়েছো মুক্তির পথ ,
আমি রইলাম একা!!
মনের ঘরে ভীষন দ্বন্দ্ব,
নিঃশব্দে শুধুই খনন করা।
বুকের ভেতর স্তব্ধতা !
শীত চাদর শরীর জুড়ে,
হৃদ আকাশে কালো মেঘ,
শুধুই বৃষ্টি হয়ে ঝরে ।
তুমি কি আছো ধুপের ধোঁয়ায়, সুগন্ধি চন্দনে,
ঢাকা পড়েছিলে সেদিন অজস্র পুষ্প স্তবকে।
শুনতে পাওনি আমার হৃৎপিণ্ডের হাপরের শব্দ চারিদিক নিঝুম নিস্তব্ধ।
আজ তুমি বাঁধন ছেড়ে হয়েছ মুক্ত,
ছিন্নবিচ্ছিন্ন মন আমার দুঃখ ভরা কক্ষ।
ক্লান্ত আমি
জানিনা আর কতদিন থাকবো একা!!
হয়তো এপারে আর হবেনা দেখা।
পথটা রেখো সুগম
তোমার কাছে পৌঁছানোর
আমার যে তাড়া ভীষণ।