শ্রী সবুজের অভিযান সংস্থার উৎসব সম্মেলন
নিজস্ব সংবাদদাতা, ৭ জানুয়ারিঃ শ্রী সবুজের অভিযান সংস্থার উৎসব সম্মেলন ২০২৩ উদযাপিত হয় তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারপার্সন কাকুলি গুপ্ত তা, প্রধান শিক্ষক নিখিল কুমার খাঁ, জাতীয় শিক্ষক ইদ বক্স, শিক্ষারত্ন গোপাল ঘোষাল, শিক্ষক নেতা আবু বক্কর, ডক্টর তুষার কান্তি মুখোপাধ্যায়, ডক্টর অধ্যাপিকা মঞ্জুরিতা চক্রবর্তী। কনভেনার অনির্বাণ রায়। বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, অসিত পাঠক, শেখ জামাল উদ্দিন , স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের শিক্ষক ও বাচিক শিল্পী রামকৃষ্ণ কুণ্ডু এবং প্রবীণ শ্যামাপ্রসাদ চৌধুরী সহ সাংবাদিক বন্ধুগণ। এদিন ১৫০ দুঃস্থ ছাত্রছাত্রীদের সহ ৫০ জন অভাবী মানুষকে শীতবস্ত্র প্রদান, ৫০ জন গুনী মানুষকে বৃক্ষ শিশু সহ সম্বর্ধনা, ২৫ জন দুঃস্থ শিশুকে মধ্যাহ্নভোজন, কিছু অভাবী মানুষের হাতে বস্ত্র প্রদান ও ২০জন অভাবী মেয়েকে সহায়তা প্রদান করা হয়।