অর্ণব রায়,
কাটোয়ার শ্রীখন্ড গ্রামে এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছে। আশেপাশের এলাকাগুলোতে ইতিমধ্যে কিছু ব্যক্তির পজিটিভ রিপোর্ট আসলেও শ্রীখন্ড এই প্রথম করোনা ধরা পড়ে। আর তার জেরেই আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। জানা যায় এক পরিযায়ী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১লা জুলাই তার নমুনা সংগ্রহ করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিলো। গতকাল পজেটিভ রিপোর্ট আসায় তাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটোয়া ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী জানিয়েছেন, শ্রীখন্ড কৃষক বাজার পৃথকিবাসে ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হয়।