শ্রুতি মঞ্জুরীর উদ্যোগে দুদিন ব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কলকাতায়
। ১৮ ডিসেম্বর ২০২৪ কলকাতা প্রেসক্লাবে শ্রুতি মঞ্জুরী নামক একটি সংস্থার উদ্যোগে কলকাতায় দুইদিন ব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শ্রুতি মঞ্জুরীর ডিরেক্টর মঞ্জুরী রায়। তার উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুতি মঞ্জুরী সদস্যগণ অমিতাভ, পাপিয়া, জয়দীপ রায়, সাথী ঘোষ এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ। আগামী ১৯শে ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় কলকাতার কলা মন্দিরে শ্রুতি মঞ্জুরীর উদ্যোগে কবিতা স্কেপ
ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ও নিত্য শিল্পী শ্রীমতি মমতা শঙ্কর প্রধান অতিথি হিসেবে এবং তিনি নৃত্য পরিবেশনা করবেন। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকার শ্রী সুবোধ পোদ্দার মহাশয় তার তুলির টানে ছবি মানুষকে আকৃষ্ট করবেন। এছাড়া ২২শে ডিসেম্বর;২০২৪ সল্টলেকে রবীন্দ্র ওকাকুলা ভবনে সন্ধ্যায় শ্রুতি মঞ্জুরীর সমস্ত সদস্য কলা কুশলীরা সাংস্কৃতিক, কবিতা পাঠ,নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক চিত্রকার সুশান্ত সরকার তুলির টানে ছবি পরিবেশন করবেন এছাড়া বিশিষ্ট সংগীত শিল্পী সৌমি বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে থেকে সংগীত পরিবেশন করিবেন। কলকাতা প্রেসক্লাব থেকে শুভ ঘোষের রিপোর্ট।