সংখ্যালঘু উন্নয়নে কাজ নিয়ে—উত্তর ২৪ পরগনার ডোমা ম্যাডামের সঙ্গে বেঙ্গল মাইনরিটি ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক
উত্তর ২৪ পরগনা: সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের উন্নয়নমূলক নানা সমস্যা, সুযোগ ও করণীয় নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার সম্মানীয় ডোমা ম্যাডাম এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করল বেঙ্গল মাইনরিটি ফোরাম। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক দায়িত্বশীল সদস্য সিয়ামত আলী, আইনজীবী শেখ মইনুল হক, অধ্যক্ষ ডক্টর কামাল উদ্দিন,আবু সিদ্দিক খান, সমাজকর্মী সংগঠনের বলিষ্ঠ নেত্রী শাবানা পারভিন, সহ-সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল হাসান, প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক আবু তালেব, জেলা সম্পাদক হাবিবুর রহমান গাজী, সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব মীর আজহারউদ্দিন, আইনজীবী ওয়াসিম আক্তার, ফজলুর হক প্রমূখ।
সংগঠনের মুখ্য সংগঠক হিঙ্গলগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডক্টর কামাল উদ্দিন বলেন বৈঠকে জেলা সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা, শিক্ষা, আর্থিক উন্নয়ন, স্কলারশিপ সমস্যা, মাদ্রাসা–স্কুল অবকাঠামো, স্বাস্থ্য পরিষেবা প্রাপ্তি, সরকারি প্রকল্পে সংখ্যালঘুদের অংশগ্রহণ—ইত্যাদি নানা বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ামত আলী বলেন,
“সংখ্যালঘু তথা পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। আজকের বৈঠকের মাধ্যমে আমরা জেলার বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছি। ডোমা ম্যাডাম অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটি কথাই শুনেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।”
সভাপতি আইনজীবী শেখ মইনুল হক বলেন
“স্কলারশিপের জটিলতা, কারিগরি প্রশিক্ষণের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় একাধিক সংকট—এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে আশা করছি খুব শীঘ্রই ফলপ্রসূ উদ্যোগ নেওয়া হবে।”
সহ-সম্পাদক আবু সিদ্দিক খান
“আমরা বিশেষভাবে পিছিয়ে পড়া পরিবার, একক অভিভাবকের সন্তান, বিধবা ও আর্থিকভাবে দুর্বল যুবকদের জন্য আলাদা উন্নয়নমূলক কর্মসূচি চালুর অনুরোধ করেছি। ডোমা ম্যাডামের সহযোগিতা আমাদের কাজকে আরও শক্তি দেবে।”
দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক অধিকার নিয়ে একগুচ্ছ প্রস্তাব প্রশাসনের কাছে তুলে ধরে বেঙ্গল মাইনরিটি ফোরাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে—এটি শুধু একটি বৈঠক নয়, বরং ভবিষ্যতের যৌথ উন্নয়ন প্রকল্পগুলোর পথ সুগম করতে একটি বড় পদক্ষেপ।
