সচেতনতা শিবির চলছে সারেঙ্গার বিদ্যালয় গুলিতে

Spread the love

শুভদী প ঋজু মন্ডল, বাঁকুড়া:—-সমগ্র শিক্ষা মিশন বাঁকুড়ার উদ্যোগে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় গ্রীষ্মঅবকাশের পর ১০ জুন থেকে আবার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে পঠন পাঠন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশক্রমে ১০ই জুন থেকে ১৮ই জুন পর্যন্ত সপ্তাহব্যাপী বিদ্যালয়ে সামার ক্যাম্প সম্পর্কে স্কুল পড়ুয়াদের মধ্যে বিশেষ সচেতনতা শিবির চলছে। সমগ্র শিক্ষা মিশন ও বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিশেষ নির্দেশক্রমে কর্মসূচিটি সারা জেলা জুড়ে পালিত হচ্ছে পিছিয়ে নেই জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের সারেঙ্গা চক্রের প্রাথমিক বিদ্যালয় গুলিও। আমরা এই কর্মসূচি দেখতে হাজির হয়েছিলাম সারেঙ্গা চক্রের শতবর্ষ প্রাচীন নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ।সেখানে সপ্তাহের বিভিন্ন দিনের কর্মসূচি গুলি ছাত্রছাত্রীদের মধ্যে রূপায়িত হচ্ছে। বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচি গুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনশৈলী, স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ করা বা খাদ্যাভ্যাস গড়ে তোলা, থেকে শুরু করে শক্তি সঞ্চয়, জল অপচয় বন্ধ করে জল সঞ্চয় ও প্লাস্টিকের ব্যবহার কমানো বিশেষ করে যে সমস্ত প্লাস্টিকগুলো এক একবারের বেশি ব্যবহার করা যায় না সেগুলো বন্ধ করা। এই শিবির সম্পর্কে বিদ্যালয়ের শিশু সংসদের উপ- প্রধানমন্ত্রী মনি মেট্যা , খাদ্যমন্ত্রী অর্ণব পন্ডা স্বাস্থ্যমন্ত্রী মল্লিকা কুম্ভকার রা বলে আমরা আমাদের বিদ্যালয়ে এসে অনেক কিছু শিখছি। এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। এই কর্মসূচিটি সারা রাজ্যের বিদ্যালয়গুলোতে চলছে জানতে পেরে আমরা অত্যন্ত খুশি এই ধরনের কর্মসূচি যেন বছরের বিভিন্ন সময়ে করা হয়। আমাদের বিদ্যালয়ে ওয়াটার বেল চালু হয়েছে প্রচন্ড গরমে বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন বিভিন্ন সময়ে সকলেই একসাথে জল খাই। আমাদের খুব আনন্দ লাগে। আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের উদ্যোগে সারা বছর ধরেই বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পালিত হয়ে থাকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা দের মধ্যে সত্যজিৎ মাইতি সঞ্জয় মাহাত সুদীপ্ত মহান্তি, রিংকু দাসরা বলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়। এবছর জানুয়ারি মাসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ধরে শতবর্ষ উদযাপন পালন করা হয়েছে।এই সামার ক্যাম্প কর্মসূচি সম্পর্কে সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু বলেন আমাদের চক্রের প্রতিটি বিদ্যালয়ে সামার ক্যাম্প বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আমার বিশ্বাস শিশুদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারলে আজ সাফল্য না এলেও আগামী দিনে সাফল্য আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শিশুরা যে জিনিসটি একবার শিখে যায় তারা সেটি সহজে ভুলে না সারা জীবন মনে রাখে ,তাই প্রাথমিক স্তর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া জরুরী। সেই জন্যেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ আমি কৃতজ্ঞতা জানাই শিক্ষা বিভাগকে। আমরা শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মসূচি গুলি সারা বছর ধরে পালন করে থাকি। আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সদা তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *