সদর দক্ষিণ মহকুমার ৪২ তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
সেখ সামসুদ্দিন, ৩১ জানুয়ারিঃ পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ৪২ তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পাঁচড়া হাই স্কুলের খেলার মাঠে হয়। জামালপুর, রায়না, খন্ডোঘোষ,
মেমারি ১, মেমারি ২, মেমারি পৌরসভার সহ সদর দক্ষিণ মহকুমার প্রতিটি চক্রের অংশগ্রহণে এক মনোরম পরিবেশে উৎসবের আবহে , মশাল দৌড়, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও রাজ্য সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় উক্ত প্রতিযোগিতার। বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গ এর উপস্থিতিতে পূর্ণতা পায় এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার। অতিথিদের বরণ করে নেন বিভিন্ন চক্রের শিক্ষক, শিক্ষিকাগণ। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থসারথি দে, ডি আই দেবব্রত পাল, এ আই প্রিয়ব্রত মুখার্জী সহ সমস্ত সরকারি আধিকারিকবৃন্দ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় , শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জেলা পরিষদের সদস্যা কল্পনা সাঁতরা, পাঁচড়া অঞ্চলের প্রধান বিকাশ পাকড়ে, ছিলেন বিশিষ্ট সমাজ সেবী জয়দেব দাস, শিক্ষা সেলের বিভিন্ন চক্রের সভাপতিদেরর সুচারু কর্মদক্ষতায় প্রতিযোগিতাটি সর্বাঙ্গীন সুন্দরভাবে আয়োজিত হয়।