সন্দেহভাজন এক মহিলার ব্যাগ তল্লাশিতে প্রায় ১০ কেজি গাঁ*জা উদ্ধার , ধৃত- ১ আমোদপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ সাইথিয়া থানার ও সি তপাই বিশ্বাস গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে এলাকার নির্দিষ্ট কিছু জায়গায় পুলিশের জাল বিস্তার করে দেন। কিছুক্ষণ পরেই স্থানীয় থানার আমোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় পুলিশের পাতা জালে আমোদপুর-লাভপুর রাস্তার কুসুমডিহি বাসস্টপে এক সন্দেহভাজন মহিলার ব্যাগে তল্লাশি অভিযান চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। ব্যাগের ভেতর ৯টি প্যাকেটের মধ্যে থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।পুলিশ সূত্রে জানা যায় মহিলার নাম নুরজাহান বিবি। বাড়ী স্থানীয় থানার আমোদপুরের ছোটো লাইন পাড়ায়।পুলিশি জিজ্ঞাসাবাদে নুরজাহান বিবি স্বীকার করে বলেন তার মায়ের সঙ্গে উত্তরবঙ্গ থেকে অল্প অল্প করে গাঁজা ব্যাগের ভেতর নিয়ে আসতো। পরবর্তীতে সেগুলো বীরভূমের বিভিন্ন জায়গায় পাচার করতো।ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।বৃহস্পতিবার ধৃতকে সিউড়ী এন ডি পি এস আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।
