সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

Spread the love

সম্প্রীতি মোল্লা,

অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে “সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ” গত ২৯শে ও ৩০শে জুলাই, ২০২৩ তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।
ভারত ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, সৌদি আরব, মালয়েশিয়া ও ভুটানের প্রায় ৫০০০ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশন এর সভাপতি রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন যে এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৯১ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ৫৮ টি পদক (১৪টি সোনা, ১৬টি রুপো এবং ২৮টি ব্রোন্জ) জয়লাভ করে । উল্লেখ্য, ইশানি গুপ্তা, লগ্নজিতা খাঁ, অয়ন্তিকা সাহা এবং সম্বুদ্ধা বাগচি কাতা ও কুমিতেতে ২টি করে স্বর্ণপদক জয়লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *