সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের প্রতিবাদে ছাত্র, যুব ও মহিলা সংগঠনের বিক্ষোভ প্রদর্শন
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
গত ২৮ শে আগষ্ট থেকে টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় বুধবার। সেনিয়ে বীরভূমের রামপুরহাট এলাকায় রাজনৈতিক পারদ চড়ছে প্রতিদিন। রামপুরহাট এলাকার সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে স্কুলেরই শিক্ষক কর্তৃক ধর্ষণ ও হত্যার ঘটনা আবার এক নৃশংসতার সামনে এনে দাঁড় করিয়েছে। ধর্ষনের পর নৃশংস ভাবে খুন করে মৃতদেহ লোপাটের লক্ষ্যে টুকরো টুকরো করে বস্তাবন্দি অবস্থায় পাথর চাপা দিয়ে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে। যদিও মৃতার দেহের নিচের অংশ উদ্ধার হয়নি।এঘটনা ভয়ঙ্কর এবং লজ্জার। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির ছাত্র যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রামপুরহাট থানার সামনে। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন ক্রমবর্ধমান ধর্ষণ ও খুনের ঘটনা যে ভাবে প্রায় প্রতিদিন ঘটে চলেছে তাকে বন্ধ করার বিষয়ে সরকার ও প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিতে শুধু ব্যর্থই হয়নি, বহুক্ষেত্রেই প্রচ্ছন্ন মদত জুগিয়ে চলেছে। যা একদিকে যেমন ন্যায় বিচারের প্রক্রিয়াকে ব্যাহত করছে তেমনই আর একদিকে অপরাধ প্রবণতা বাড়াতেও সাহায্য করে চলেছে। যার ফলশ্রতিতে আর জি কর, কসবা ল কলেজ, পাঁশকুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। সেরূপ সর্বশেষ পরিণতি রামপুরহাট এলাকায় লক্ষনীয়।
এই নারকীয়, পৈশাচিক ঘটনার প্রতিবাদে ও উপযুক্ত তদন্তের ভিত্তিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি বলেজানা যায় । এদিন বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে নেতৃত্ব দেন এ আই ডি এস ও এর বীরভূম জেলা সম্পাদক অমিত মন্ডল, এ আই ডি ওয়াই ও এর বীরভূম জেলা সহ-সভাপতি গোকুল চন্দ্র মাল এবং এ আই এম এস এস পক্ষ থেকে ফরিদা ইয়াসমিন।