সভাধিপতির কালিপুজোয় বস্ত্রবিলি মঙ্গলকোটে
আমিরুল ইসলাম,
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সমিতির উদ্যোগে কালী পূজো উপলক্ষে হাজার খানেক দুস্থ মানুষকে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি পালন হলো । উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশগ্রামে শ্মশান কালীর পুজো দীর্ঘ ২৬ বছর ধরে মহা ধুমধামে হয়ে আসছে।। এ বছর এই পুজোর উদ্বোধন করেন গ্রামের বয়স্ক মানুষ জন ।
মঙ্গলকোটের পালিশগ্রামে গ্রাম ঢুকতেই রয়েছে শ্মশান কালীর মন্দির। অতীতে এখানে একটি শ্মশান ছিল। এরপর গ্রামের যুবক বর্তমানে যিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন তিনি ওই জায়গাতে একটি মন্দির নির্মাণ করেন প্রায় ২৬ বছর আগে।এরপর থেকে ওই জায়গায় মা শ্মশান কালীর পূজা হয়ে আসছে মহা ধুমধামে।সেই পূজো কে সামনে রেখে আজ এলাকার হাজার খানেক মানুষকে নতুন মশারি, শাল ও নতুন জামা কাপড় দেওয়া হয় উপহার হিসেবে।
এই পুজো উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও প্রতিবছরের ন্যায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বছর এসেছিলেন বিখ্যাত বাউল শিল্পী যশোদা সরকার, অভিনেতা খরাজ মুখার্জি এবং শুভাশিস মুখোপাধ্যায়।
পুজো কমিটির অন্যতম সদস্য শ্যামা প্রসন্ন লোহার জানান -‘ আমরা বেশি সংখ্যক মানুষকে মশারি তুলে দিলাম সচেতন করার জন্য কারণ এই সময় মশার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ে।
পাশাপাশি দুস্থদের শীতবস্ত্র দেয়া হয়েছে।
গত সোমবার প্রায় এলাকার ৮০০০ মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এই কালীপুজোকে সামনে রেখে।

 
			 
			 
			