সমাজ সচেতনতায় হাওড়ায় বৈঠক বেঙ্গল মাইনোরিটি ফরম এর
পারিজাত মোল্লা,
হাওড়া জেলার জগৎবল্লভপুর বেঙ্গল মাইনোরিটি ফরমের কারী সাইফুল হক এর পবিত্র কোরআন পাক তেলাওয়াত এর মাধ্যমে মাওলানা এসকে নূর আলীর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। দরিদ্র অসহায় ও বিপদগ্রস্ত পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই বিশেষ করে শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত সংগঠনে সাধারণ সম্পাদক সিয়ামত আলী বলেন আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হলো ন্যায় সত্য ভ্রাতৃত্ব ও শান্তি, মূল্যবোধ প্রতিষ্ঠা করা। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার রক্ষায় সর্বদাই সোচ্চার থাকতে এই বৈঠক। বিশেষ করে সমাজের সমতা ন্যায় ও মানবিকতা ভিত্তি মজবুত করাই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শেখ জাহির আব্বাস, উত্তর 24 পরগনা জেলার সম্পাদক মাওলানা আকবর আলী, উত্তর ২৪ পরগনা জেলার নেতৃত্ব হাফেজ হুজ্জাতুল্লাহ, বিশিষ্ট সমাজসেবী শেখ সওগাত আলী,, মাওলানা সাহাজুল হক প্রমূখ।