সম্প্রীতির বার্তা মঙ্গলকোটের উরসে

Spread the love

আমিরুল ইসলাম

রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আস্তানা শরিফে অনুষ্ঠিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উরস উৎসব। এই মহতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, বোলপুর সাংসদ অসিত মাল, বাংলাদেশের সাংসদ নাহিদ এজাহার খান,স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, প্রাক্তন বিচারপতি শাহিদুল্লা মুন্সি, অধ্যাপক ওয়াইজুল হক (বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি),ইন্তাজ আলী শাহ (প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন),কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল,সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক প্রমুখ ।ওইদিন আস্তানা শারিফ-এ- কাদেরিয়া-এ- এরশাদিয়া মঙ্গলকোটে বাংলার সুবিখ্যাত পীর হুযুর কেবলা হযরত সৈয়েদেনা ও মাওলানা সৈয়দ শাহ রাশাদ আলি আলকাদেরীর ১৮ তম উরস মোবারক সম্প্রীতি সাড়ম্বরে পালিত হয়।কেবলা হযরত বড় পীর সাহেব পীরানে পীর শ্যায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি (রহ:)-র ২১ তম বংশধর। ১৭৬৬ খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ ইরাকের বাগদাদ শহর থেকে দ্বিন প্রচারের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও বিহারের পূর্ণিয়ায় আসেন।ওইদিন এই উরস উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মঙ্গলকোটে ভিড় জমান৷ প্রেম প্রীতি ভালবাসার বার্তা দিতে এই উরস বলে জানান কমিটির সদস্যরা।

আমিরুল ইসলাম মঙ্গলকোট, 

রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের আস্তানা শরিফে  অনুষ্ঠিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উরস উৎসব। এই মহতি সভায় উপস্থিত ছিলেন  রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, বোলপুর সাংসদ অসিত মাল, বাংলাদেশের সাংসদ নাহিদ এজাহার খান,স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী, প্রাক্তন বিচারপতি শাহিদুল্লা মুন্সি, অধ্যাপক  ওয়াইজুল হক (বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি),ইন্তাজ আলী শাহ (প্রাক্তন বিচারপতি  এবং প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন),কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল,সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক প্রমুখ ।ওইদিন আস্তানা শারিফ-এ- কাদেরিয়া-এ- এরশাদিয়া মঙ্গলকোটে বাংলার সুবিখ্যাত পীর হুযুর কেবলা হযরত সৈয়েদেনা ও মাওলানা   সৈয়দ শাহ রাশাদ আলি আলকাদেরীর ১৮ তম উরস মোবারক সম্প্রীতি সাড়ম্বরে পালিত হয়।কেবলা হযরত বড় পীর সাহেব পীরানে পীর শ্যায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি (রহ:)-র ২১ তম বংশধর। ১৭৬৬ খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ ইরাকের বাগদাদ শহর থেকে দ্বিন   প্রচারের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ও বিহারের পূর্ণিয়ায় আসেন।ওইদিন এই উরস উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মঙ্গলকোটে ভিড় জমান৷ প্রেম প্রীতি ভালবাসার বার্তা দিতে এই উরস বলে জানান কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *