সরকারি বাসের ধাক্কায় মৃত্যু-১ ও আহত-২ জন

Spread the love

সরকারি বাসের ধাক্কায় মৃত্যু-১ ও আহত-২ জন

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সরকারি বাসের ধাক্কায় পথ দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক আরহীর মৃত্যু ঘটে এবং শিশু সহ দুই জন আহত হন। তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে ।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বীরভূমের রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মাঝখণ্ড মোড়ের কাছে । প্রতক্ষ্যদর্শীদের বিবরণ অনুযায়ী জানা যায় যে, সিউড়ি থেকে রামপুরহাট অভিমুখে যাত্রীবাহী একটি সরকারি বাস যাচ্ছিল, একই দিকে আসা একটি ছোট গাড়িকে সাজোরে ধাক্কা মারে বাসটি।যারপরনাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি এবং একটি বাইকে গিয়ে ধাক্কা মারে বাসটি ।ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয় এবং আহত হয় আরো এক বাইক আরহী সহ একটি শিশু ।ঘাতক বাসটির চালক দূর্ঘটনার পরেই গা ঢাকা দেয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং দূর্ঘটনার কবলে পড়া ব্যাক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়।ঘাতক বাসটি কে আটক করে নিজেদের হেফাজতে নেয় এবং তদন্ত শুরু করে রামপুরহাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *