সহজ পাঠ থিমের পুজোর উদ্বোধনে দেবেশ ঠাকুর
সেখ সামসুদ্দিন, ২৭ সেপ্টেম্বরঃ মেমারি হাসপাতাল পাড়া সার্বজনীন দুর্গাপুজো এবার ৩৯ বৎসর পদার্পণ করে। আজ মহা পঞ্চমীর দিন সহজ পাঠ থিমে সজ্জিত পুজো মন্ডপের ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অতিথিবৃন্দ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার ডঃ দেবেশ ঠাকুর, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় সামন্ত, সমাজসেবী আশীষ ঘোষ দস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুজো কমিটির সদস্যগণ। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে দেবেশ ঠাকুরের টিম ছোট্ট একটি প্রোগ্রাম করেন এবং উপস্থিত মানুষজন মুগ্ধ হন। পরে দেবেশ ঠাকুর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রোগ্রাম মঞ্চে করতে উঠেও যান্ত্রিক ত্রুটির কারণে করতে পারেন নি। ফলে উপস্থিত দর্শক ইতিহাসে থাকা অনেক কিছু তথ্য জানা থেকে বঞ্চিত হন। এদিন দেবেশ ঠাকুর মঞ্চ উদ্বোধন করে পুজোর থিম সহজ পাঠ নিয়ে আবেগপূর্ণ বক্তব্য রাখেন। ভাইস চেয়ারম্যান বলেন দেশে বাঙালি বিরোধী হাওয়া তুলে বাঙালিদের অপমান ও অপদস্থ করার বিরুদ্ধে বার্তা দিতে সহজ পাঠ থিমে মন্ডপ করা হয়। অতিথিবৃন্দ সম্প্রীতির মেলবন্ধনে পুজোর কদিন আনন্দে কাটানোর আহ্বান জানান।