সাত সকালে সারেঙ্গার দামদি গ্রামে ময়াল উদ্ধার।
সাধন মন্ডল বাঁকুড়া:–গ্রামের স্থানীয়দের মাছ ধরার জালে ধরা পড়লো বিশালাকার এক ময়াল। মঙ্গলবার সারেঙ্গার চিলতোড় গ্রাম পঞ্চায়েতের দামদি গ্রামের ঘটনা। পরে বনদপ্তরের কর্মীরা ওই ময়ালটিকে উদ্ধার করে পিরলগাড়ি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে কংসাবতী নদী লাগোয়া গ্রামের খালে কয়েক জন মাছ ধরছিলেন। মাছ ধরার সময় তাদের জালেই উঠে আসে বিশালাকার ময়ালটি। তারা সেটিকে তপ্ত দামদি বনমালী বিদ্যামন্দিরের ফুটবল মাঠে নিয়ে আসেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার বিভিন্ন গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ ফুটবল মাঠে ভিড় জমান । খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা গ্রামে গিয়ে ওই ময়ালটিকে উদ্ধার করে তাদের পিরলগাড়ি মোড়ের রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
খবরের সত্যতা স্বীকার করে বনদপ্তরের পিরলগাড়ি রেঞ্জের বনকর্মী সমীর সূর বলেন, দামদি গ্রাম থেকে উদ্ধার হওয়া প্রায় ৮ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের ময়ালটিকে আপাত পর্যবেক্ষণে রেখে পরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা রবি চৌধুরী, বিপ্লব মাল ,শোভন মন্ডল রা বলেন আমাদের এলাকায় এই প্রথম এই অজগর সাপ দেখলাম আমরা আতঙ্কিত এলাকাতে অজগর সাপ চলে আসায়।