সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির – মুসলিম যুবকের রক্তে প্রাণ বাঁচল হিন্দু রমণীর

Spread the love

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির – মুসলিম যুবকের রক্তে প্রাণ বাঁচল হিন্দু রমণীর

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, ডায়মন্ডহারবার-:

     নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একদল যখন হিন্দু-মুসলিম তাস খেলে সমাজকে কলুষিত করার চেষ্টা করছে তখন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করল ডায়মন্ডহারবারের মুসলিম যুবক রেজাউল করীম মল্লিক এবং দুই রক্তযোদ্ধা সামিম লস্কর ও অষ্টম হাজরা। তাদের রক্তে প্রাণ বাঁচল বারাসাতের হিন্দু রমণী সুজাতা বর্ধনের। একইসঙ্গে তারা প্রমাণ করে দিলেন মাঝে মাঝে দু'একটা অপ্রীতিকর ঘটনা ঘটলেও এটাই এইরাজ্য তথা আমাদের দেশের প্রকৃত চিত্র। 

   জানা যাচ্ছে, চিকিৎসার জন্য মুমূর্ষু সুজাতা বর্ধন টাটা মেডিকেল ক্যান্সার হাসপাতালে ভর্তি হন। জরুরি ভিত্তিতে ওই মহিলার ও+ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। কিন্তু তার পরিবারের সদস্যরা ওই গ্রুপের রক্ত জোগাড় করতে ব্যর্থ হন। হতাশা যখন তাদের গ্রাস করে ফেলে তখন এক শুভানুধ্যায়ীর মাধ্যমে তারা রেজাউল করীম মল্লিক ও দুই যুবকের সন্ধান পান এবং তাদের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই ওই তিন যুবক ছুটে আসেন হাসপাতালে। তাদের দেওয়া রক্তে ওই মহিলার প্রাণ রক্ষা হয়। হাঁফ ছেড়ে বাঁচেন পরিবারের সদস্যরা।

   প্রসঙ্গত, শুধু এই মহিলা নয় রক্তের অভাবে কোনো রুগীর পরিবার সমস্যায় পড়েছে এই খবর পেলেই ছুটে যান রেজাউল করিম মল্লিক এবং প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা না করা পর্যন্ত তিনি নিশ্চিন্তে থাকতে পারেননা। তার সহযোগিতায় ইতিমধ্যে অনেক মুমূর্ষু রুগী তাদের প্রাণ ফিরে পেয়েছেন।  

   সুজাতা দেবীর পরিবারের পক্ষ থেকে ওই তিনজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

   ওদিকে রেজাউল করিম মল্লিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে বললেন, মানুষ হয়ে মানুষের বিপদে থাকব এটাই তো স্বাভাবিক। খুব বড় কিছু করেছি বলে মনে করিনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *