মোল্লা জসিমউদ্দিন (টিপু ) ,
বহু চর্চিত সারদা আর্থিক দুর্নীতি মামলায় ‘চাঞ্চল্যকর অডিও’ ( দুর্নীতি প্রকাশ্যে আসার পরবর্তী পালিয়ে যাওয়া নিয়ে অডিও বলে দাবি সিবিআইয়ের) পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তা আজ কলকাতা হাইকোর্ট কে জানালো সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সারদা আর্থিক দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আবেদনে শুনানিতে জানালেন সিবিআইয়ের আইনজীবী। এতে জামিনের পিটিশন টি আট সপ্তাহের পর ফের শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তদন্তকারী সংস্থা সিবিআই কে ওই চাঞ্চল্যকর অডিও পরীক্ষাপর্বটি আগামী ছয় সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশিকা জারি করেছে আদালত। উল্লেখ্য, প্রায় সাত বছর জেলবন্দি রয়েছেন সারদা আর্থিক দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। তবে এদিনই সিবিআইয়ের হেফাজতে থাকা চাঞ্চল্যকর অডিও পরীক্ষার জন্য প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান কে কলকাতার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। যদিও সিবিআইয়ের তলবে হাজিরা দিয়েছেন ওই প্রাক্তন তৃনমূল নেতা।প্রসঙ্গত, সারদা চিটফান্ডে সুবিধাভোগী হিসাবে বেশ কয়েকমাস জেল খেটেছিলেন আসিফ খান। মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সারদা আর্থিক দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের পিটিশন টি শুনানি চলে। সেখানে দেবযানীর আইনজীবী তদন্তকারী সংস্থা সিবিআই কে প্রশ্ন করে থাকেন – ‘ সারদা দুর্নীতিতে কুণাল ঘোষ জামিন পেলে, দেবযানী মুখোপাধ্যায় কেন জামিন পাবেনা’? ঠিক তখনি সিবিআইয়ের পক্ষে কেন্দ্রীয় সরকারের আইনজীবী আদালত কে জানান – ‘ কুণাল ঘোষ সারদার অধীনে একজন বেতনভুক্ত কর্মী ছিলেন, দেবযানী বেতনভুক্ত কর্মী নন ‘। ‘সর্বপরি সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর অডিও এসেছে,সেখানে গুরত্বপূর্ণ তথ্য আছে। সেখানে দেবযানী মুখোপাধ্যায়ের মুখোমুখি সারদা কর্তা সুদীপ্ত সেনের জেরা আবশ্যিক ‘। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জেরা করবার অনুমতির কথাও জানান সিবিআইয়ের আইনজীবী। কন্ঠস্বর পরীক্ষার জন্য ইতিমধ্যেই প্রাক্তন তৃনমূল নেতা আসিফ খান কে সিবিআই দপ্তরে তলবের কথাও আদালত কে জানানো হয় এদিন। সিবিআইয়ের পক্ষে, সারদা তদন্তে দীর্ঘসূত্রতার জন্য কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কে দায়ী করা হয় এদিন সওয়াল-জবাব পর্বে।সিবিআইয়ের হেফাজতে থাকা চাঞ্চল্যকর অডিও পরীক্ষা সহ মুখোমুখি জেরা করবার অনুমতির কথা অবগত হয়ে ডিভিশন বেঞ্চ সিবিআই কে ছয় সপ্তাহের মধ্যেই এইবিধ পর্ব কে শেষ করার আদেশনামা জারি করে। পাশাপাশি আট সপ্তাহের পর দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের পিটিশন টি ফের শুনানি হবে বলে জানায় ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত ২০১০ সাল থেকে ২০১২ সাল অবধি পশ্চিমবাংলায় সারদা চিটফান্ডে ১৭ লক্ষ লগ্নিকারী ২৪৬০ কোটি টাকা বিনিয়োগ করে থাকে। ২০১৩ সালে এই চিটফান্ড দূর্নীতি প্রকাশ্যে আসে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সারদা সংক্রান্ত সমস্ত মামলাগুলি বিভিন্ন আদালতে চলছে। এরেই মধ্যে সারদার দ্বিতীয় প্রভাবশালী খ্যাত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের শুনানি চলে এদিন। মামলার শুনানিতে সিবিআই সারদা তদন্তে চাঞ্চল্যকর অডিও হাতে এসেছে বলে আদালত কে অবগত করে।গত ২০১৩ সালে সারদা আর্থিক দুর্নীতি প্রকাশ্যে আসার পরবর্তী পালিয়ে যাওয়া নিয়ে এই অডিও বলে সিবিআইয়ের দাবি।ওয়াকিবহাল মহল মনে করছে – বিধানসভার প্রাক্কালে এহেন নানান অডিও – ভিডিও হয়তো আরও পাবে সিবিআই…..