সাধন মন্ডল,
ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজার এর পক্ষ থেকে আজ মঙ্গলবার সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠ ও সারেঙ্গা গার্লস হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ।সামাজিক সচেতনতা শিবিরে থ্যালাসেমিয়া রোগ ও তার প্রতিরোধ, বাল্যবিবাহ ও আইনি পরিষেবা নিয়ে বিশদ আলোচনা হয় আলোচনা করেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজার এর সম্পাদক স্বপ্না বরাট। এদিনের এই সচেতনতা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর মহাপাত্র, সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তুষার কান্তি তপাদার, সারেঙ্গা সরকারি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাধন মহান্তি, বিশিষ্ট সমাজসেবী শিক্ষক তুষার কান্তি সন্নিগ্রহী, বিশিষ্ট শিক্ষক ধনঞ্জয় কর্মকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
স্বপ্না বরাট থ্যালাসেমিয়া নিয়ে বিশদভাবে আলোচনা করেন ও ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতার পাঠ দেন ধনঞ্জয় কর্মকার স্বাস্থ্য সুরক্ষায় যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা ও নিয়মিত চর্চা করা ও বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। এছাড়া উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও এদিনের সচেতনতা শিবিরে বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বার্তা তুলে ধরেন। এই সচেতনতা শিবিরে এছাড়াও সুন্দর পৃথিবীকে সবুজায়ন করতে গাছ লাগানো ও তাকে বড় করে তোলার আহ্বান জানান অধ্যক্ষ সাধন মহান্তি, শিক্ষক তুষার কান্তি সন্নিগ্রহী, তারাশঙ্কর মহাপাত্র প্রমূখ।