সারেঙ্গায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ছাগল তুলে দেওয়া হল।
সাধন মন্ডল বাঁকুড়া:–
পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবাসীদের উন্নয়নে বদ্ধপরিকর ।সমস্ত মানুষের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সামাজিক ও আর্থিক উন্নয়নে তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন প্রশাসন ।আজ তারই অঙ্গ হিসাবে একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে কুড়িটি ছাগল তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক সরকার তমাল কান্তি সরকার সহকারি সভাপতি অভিজিৎ বিশ্বাস ,প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর, ব্লক প্রাণিসম্পদ আধিকারিক মিতম হালদার ,শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মন্ডল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র তৃণমূল নেতৃত্ব সুভাষ মাইতি সহ বিশিষ্ট মানুষ জন।