সাধন মন্ডল ,
মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১ লা অক্টোবর, ২০২০ তারিখে পথশ্রী অভিযানের মাধ্যমে রাস্তা নির্মান ও রাস্তা রক্ষণাবেক্ষনের যে কর্মসূচির সূচনা করেছেন, তার সূত্র ধরে রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু বাঁকুড়া জেলার জঙ্গলমহলের সারেঙ্গা থানার চিলতোড় গ্রাম পঞ্চায়েতের বাগজাতা মোড় থেকে ফুলবেড়িয়া মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা নতুনভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের শুভ শিলান্যাস করলেন। এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক সংলাপ বন্দ্যোপাধ্যায়, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সিংহ মহাপাত্র, চিলতোড় গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু মুর্মু সহ চিলতোড় গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েতের কর্মীবৃন্দ। রাস্তার শিলান্যাস করে বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু বলেন “পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে রাজ্য সরকারকে বঞ্চিত করে চলেছেন। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অসহযোগিতা রাজ্য সরকারের উন্নয়নকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তা কখনোই সফল হবে না একমাত্র আমাদের রাজ্য সরকারই রাজ্যের মানুষের জন্য নানারকম প্রকল্প গ্রহণ করেছেন এবং তা আজও চালু রেখেছেন। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্প সারা বিশ্বে সমাদৃত হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হবার আহ্বান জানান বিধায়ক। তিনি আরো বলেন আগামী একুশের নির্বাচনে বিজেপি নামক মিথ্যাচারের দলকে রাজ্য তথা দেশ থেকে উৎখাত করতে হবে। তার অভিযোগ মোদী সরকার একটা ধাপ্পাবাজের সরকার। এই জনবহুল রাস্তাটি সংস্কারের ও পুনর্নির্মাণের শিলান্যাসে এলাকার মানুষ খুশি। এই রাস্তার উপরেই নির্ভর করে চলেছে প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষ। সারেঙ্গা ব্লকের সাথে রায়পুর ব্লকের যোগাযোগের একমাত্র সহজ রাস্তা এটি। এখন উন্নতমানের রাস্তা তৈরি ও তার শেষ হওয়ার দিকেই তাকিয়ে এলাকার মানুষ।