বীরভূম : সন্দেশখালি বাঁচাও-মহিলাদের সুরক্ষা দাও। এই শ্লোগান তুলে সিউড়িতে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছে। বিজেপির স বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে।
Spread the loveবিধায়কের উদ্যোগে কুড়িটি বিজেপি পরিবার ফিরলো মঙ্গলকোটে আমিরুল ইসলাম, , মঙ্গলকোটের বনপাড়ায় কুড়িটি বিজেপি পরিবার গ্রামে ফিরল বিধায়কের…